২২ ডিসেম্বর ২০২৪, ২২:১১

দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধিকে আটকে রাখা সেই স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

স্বেচ্ছাসেবক দলের লোগো  © সংগৃহীত

দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মো. সৌরভ ইসলামকে শাহবাগে আটকে রাখা সেই স্বেচ্ছাসেবক দলের এক নেতার দলীয় পদ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। 

আজ রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি  এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানার ২১নং ওয়ার্ডের আহ্ববায়ক মো. শাহ আলমের প্রাথমিক সদস্যপদসহ শাহবাগ থানার ২১নং ওয়ার্ডের আহ্ববায়কের পদ স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।    

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের দোকানে চাঁদা চেয়ে না পাওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় স্থানীয় ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মো. সৌরভ ইসলামকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে আটকে রাখা হয়।  

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওই মার্কেটের চারতলায় এ ঘটনার নেতৃত্বে দেন চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত শাহবাগ থানার ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহ আলম। পরে এ আটকের সংবাদ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী সাংবাদিককে উদ্ধার করেন।