৭ ঘন্টা পর শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা
প্রায় ৭ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর শাহবাগ এলাকা থেকে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আজ রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।
ডা. জাবির হোসেন বলেন, ভাতা বৃদ্ধি করে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। সে সময় পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আন্দোলন চলাকালীন সময়েই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে এই সময় আমাদের কর্মবিরতি চলবে।
এর আগে রবিবার সকাল ১০টায় মাসিক ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। বিকাল ৫টার দিকে কর্মবিরতি ঘোষণা করা হয়। তাদের দাবি মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা বা ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।