খবরের কাগজ নতুন করে কী আর বলবে: ওয়াসিম প্রসঙ্গে ছাত্রদল সম্পাদক
আমার দেশ পত্রিকার প্রতিবেদনে জুলাই আন্দোলনে দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরামের নাম বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘খবরের কাগজ নতুন করে কী আর বলবে!’ আজ রবিবার (২২ ডিসেম্বর) নিজ ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘কবিতা, গান কিংবা বুদ্ধিজীবীর ভাষণে নতুন করে বলার কিছু নাই। গণতন্ত্রের প্রবল মন্ত্রে জাগ্রত স্বদেশের পতাকা হাতে তরুণ ওয়াসিম আকরাম ফ্যাসিবাদ পতনের যুদ্ধের বীর শহীদ। ওয়াসিমের রক্তে রঞ্জিত আমাদের সকলের বুক। ওয়াসিমের রক্ত আঠার কোটি বাংলাদেশীর প্রাণের আবেগ, পুষ্পিত সৌরভ। ওয়াসিমের রক্তধারায় জাগ্রত বাংলাদেশ। বিপ্লব স্পন্দিত বুকে আমরা সবাই ওয়াসিম।’
ওয়াসিমের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এর আগেও গণমাধ্যম ওয়াসিমকে নিয়ে সোচ্চার ছিলাম। ওয়াসিম আইকনিক শহীদ হওয়ার পরও তার প্রতি বৈষম্যমূলক আচরণ অপ্রত্যাশিত।’
এর আগে এক বিজ্ঞপ্তিতে পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের নাম না দেওয়ার সমালোচনা করে জাতীয়তাবাদী ছাত্রদল।
অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেও ওয়াসিম আকরামের নাম না দেওয়া ‘চরম বৈষম্যমূলক পদক্ষেপ’ বলে দাবি করেন তারা।