১৭ ডিসেম্বর ২০২৪, ০০:২৯
বিজয় দিবসে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের র্যালি-পতাকা মিছিল
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি ও পতাকা মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ র্যালি ও পতাকা মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব-বাংলাদেশ (এআইইউবি) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) নেতাকর্মীদের বিজয় উদযাপনের এ আয়োজনে শামিল হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার স্মারক ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।