১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৭

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা।  © সৌজন্যে প্রাপ্ত

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান ‘শহীদ বুদ্ধিজীবী’দের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্যের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা। ছবি: সৌজন্যে প্রাপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ভূইয়া মাসুদ,এইচ এম রিয়াজ সহ মহানগর অধীনস্থ থানা কলেজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ছাত্রদলের পোস্টারিং

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদদের স্মরণ এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।