১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

লোগো  © সংগৃহীত

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে “বুদ্ধি হত্যা: ‘৭১-‘২৪” আলোচনা অনুষ্ঠান ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তবে শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বেলা তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানটি আয়োজন করার কথা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার বরাত দিয়ে এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত “বুদ্ধি হত্যা: ‘৭১-’২৪” আলোচনা অনুষ্ঠান অনিবার্যকারণবশত স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) জানানো হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে “বুদ্ধি হত্যা: ‘৭১-‘২৪” আলোচনা অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার ও তুহিন খান।