১২ ডিসেম্বর ২০২৪, ২১:১৩

ক্যাম্পাসে সহিংসতা নিয়ন্ত্রণে ‘ছাত্রশৃঙ্খলা বিধি’র কথা বললেন শিবির সেক্রেটারি

  © ফাইল ফটো

ক্যাম্পাসে সহিংসতা নিয়ন্ত্রণে ‘ছাত্রশৃঙ্খলা বিধি’র প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসের সহিংসতা নিয়ন্ত্রণের জন্য একটি ছাত্রশৃঙ্খলা বিধি নামক একটি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই বিধিটি সকলে ব্যক্তিগতভাবে ও সামগ্রিকভাবে মেনে চলতে হবে। এই ছাত্রশৃঙ্খলা বিধি গঠনের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি হতে পারে। এবং সকলে সেটি ঐকমত্যের ভিত্তিতে মেনে নেওয়ার মতো মানসিকতার ও প্রয়োজন হবে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পাদদেশে ‘গণঅভ্যুাত্থান পরবর্তী ছাত্ররাজনীতি প্রশ্ন: নয়াস্বরূপ অনুসন্ধানের অভিপ্রায়’ শীর্ষক আলোচন সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

শিবির সেক্রেটারি বলেন, যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে এবং ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট অর্থাৎ শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করবে সেটাই মূলত ছাত্র রাজনীতি হতে পারে। কিন্তু লেজুড়বৃত্তির যে চর্চা, দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে চর্চা তার মধ্য দিয়েই আমাদের ছাত্র রাজনীতি যায় আসলে।

তিনি বলেন, আমাদের জন্য খুবই দুর্ভাগ্য হলো এত বছর হয়ে গেলেও এই জাতি এখনও একটি জাতীয় আদর্শ ঠিক করতে পারে নাই। আমরা যদি জাতীয় আদর্শ ঠিক করতে পারি এবং সেই আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে।

সাইয়েদ আবুল আলা মওদুদীর একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি  বলেন, সাইয়েদ আবুল আলা মওদুদী বলেছেন, ছাত্র রাজনীতি একটা ইবাদত। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রত্যেকটা ভাল কাজ, ন্যায়ের পক্ষে থাকা এবং অন্যায়ের প্রতিবাদ করা সেটাই আসলে ইবাদত।

শিবিরের এই নেতা আরো বলেন, মধ্যপ্রাচ্যে রাজতন্ত্রই বেশি প্রয়োগ করা হয় সেহেতু সেখানে ওই অর্থে রাজনৈতিক দল বা সংগঠন কাজ করে না। তবে পশ্চিমা বিশ্ব, এশিয়া এবং অন্যান্য অঞ্চলে ছাত্র রাজনীতির কাঠামো রয়েছে। তাদের ভুল ধরার গণতান্ত্রিক দলগুলোর ছাত্র রাজনৈতিক সংগঠন রয়েছে। তারা সহশিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে। কিন্তু আমাদের দেশে আমরা যতটা তাত্ত্বিকভাবে বিবৃতি বা বক্তব্য দেই কিন্তু আমাদের বাস্তবিক কাজে সেটা নড়বড়ে হয়ে যায়। বাস্তবে আমরা কি করছি এটাই গুরুত্বপূর্ণ।

ছাত্রদলের সমালোচনা করে শিবির সেক্রেটারি বলেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র-বান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবেন। অতীতে ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালীন কেমন কর্মসূচি দিয়েছে সেটা তো আমাদের কাছে স্পষ্ট। দল ক্ষমতায় আসলে আমি ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করব এটার চেয়ে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই।