০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭

সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় একজন আটক

গাড়িতে হামলা ও ভাঙচুরের চিত্র  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় আজ বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী। 

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা চারপাশে অভিযান চালাই। ঘটনাস্থলের কাছ থেকে একজন তালিকাভুক্ত ছিনতাইকারীকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।’

প্রসঙ্গত, রোববার ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।