২২ নভেম্বর ২০২৪, ০০:৪৭

ছাত্ররাজনীতি ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি

  © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্ররাজনীতির ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ। ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে ছাত্রলীগ। ছাত্রদল সামনে তাদের এই রাজনীতির ধারা পরিবর্তন করবে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে আমাদের ছাত্রদল রাজ পথে থেকে আন্দোলন সংগ্রাম করে গেছেন। ফলে আমাদের এক দফা বাস্তবায়নে ছাত্রদল কাজ করে গেছেন। আগামী দিনে ছাত্রদল রাজপথে থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাবে। দেশের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল সর্বক্ষণ প্রস্তুত থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ছাত্রদল সদা জাগ্ররত থাকবে।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর গত ১৫ বছর হামলা মামলা চালানো হয়েছে। ছাত্রদল তাদের জীবনের বিনিময়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রসমাজের সকল দাবি বাস্তবায়ন করবে তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ছাত্রদল সর্বদা কাজ করে যাবে। 

কর্মী সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল আহসেদ রনি, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।