শিবিরের সাথে আদর্শগতভাবে রাজনীতিতে না পেরে অপবাদ দেওয়া হয়: চবি সেক্রেটারি
ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম বলেছেন, ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। এছাড়া ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান। শিবিরের সাথে আদর্শগতভাবে রাজনীতিতে না পেরে বিভিন্ন অপবাদ দেওয়া হয়।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনি মসজিদের অপজিটে শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ইব্রাহিম বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন। এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। এখানে কম মেধাবী শিক্ষার্থীরাও যুক্ত হয়ে নিজের মেধার বিকাশ ঘটাতে পারেন।
তিনি আরও বলেন, আমরা সহাবস্থানের রাজনীতি করি। এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারেন। আমরা একটি ছাত্র সংগঠন হিসেবে ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কোনো ভুল হলে আপনারা সাংবাদিকরা সেগুলো ধরিয়ে দিবেন, আমরা সংশোধন করে নিবো। আমরা সবার প্রচেষ্টায় একটি সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
এসময় তিনি গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দেওয়া চবি শাখা ছাত্রশিবিরের ২৪ দফা দাবির মধ্যে প্রশাসন ইতোমধ্যে যেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সেগুলোর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান, এছাড়া যেগুলোর ব্যাপারে এখনো উদ্যোগ নেওয়া হয়নি সেগুলো প্রশাসন যেন দ্রুত উদ্যোগ গ্রহণ করেন সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম, বাইতুল মাল (অর্থ) ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, এইচআরএম আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন ও সহ স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ।