বৈষম্যবিরোধী কমিটিতে চাঁদাবাজ-আওয়ামী লীগের দোসররা, বাতিলের আল্টিমেটাম
সম্প্রতি সুনামগঞ্জ জেলায় ৯৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটিতে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর সুবিধাবাদীদের জায়গা হয়েছে আর বাদ পড়েছেন জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ারা। এই অভিযোগ এনে কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়েছে জেলার সাধারণ ছাত্র-জনতা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে জেলার ট্র্যাফিক পয়েন্টে এক মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোমেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অন্যতম সমন্বয়ক মু ইয়াকুব হোসেন, সমন্বয়ক মু শরীফ আহমদ, রাজন আহমদ, তৌহিদুল ইসলাম, সাব্বির রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে স্বৈরাচারের মদদপুষ্ট চাটুকারদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা আন্দোলনে নিহত শহীদদের রক্তের সাথে পুরো বেঈমানির সমান। সাধারণ ছাত্র-জনতা এই কমিটিকে প্রত্যাখান করেছে।
জেলা শাখার এ কমিটিতে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী ইমনদ্দোজা আহমদকে আহ্বায়ক করা হয়েছে। তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বক্তারা বলেন, এই কমিটি গঠনে আমরা যারা আন্দোলন করেছি তাদের মতামত নেওয়া হয়নি। তাহলে সেটা কীভাবে গঠিত হয়। তাছাড়া আহ্বায়ক করা হয়েছে তাকে কয়েকদিন আগে জেলা সমন্বয়কদের পক্ষ থেকে চাঁদাবাজির অপরাধে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কমিটিতে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসরদের জায়গা হবে সেটাতো ছাত্র-জনতা মেনে নেবে না।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আগামী শুক্রবারের মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে বাতিল না করলে সাধারণ ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি এসব সমন্বয়কদের সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।