০৮ নভেম্বর ২০২৪, ২০:০৩

ঢাবিতে ছাত্রদলের পোস্টার ছেঁড়া নিয়ে যা বললেন সাধারণ সম্পাদক নাছির 

নাছির উদ্দীন নাছির  © সংগৃহীত

গত ৭ নভেম্বর ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোসহ বিভিন্ন দেয়ালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসংবলিত পোস্টার সাঁটায় ছাত্রদল। বিষয়টি নিয়ে বুধবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়। পরে রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। কোথাও কোথাও ছাত্রদলের পোস্টার ছেঁড়েন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের পোস্টার সাঁটানো ও পোস্টার ছেঁড়া নিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে ঢাবিতে পোস্টার সাঁটানো প্রসঙ্গে নাছির বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল ৭ নভেম্বর উপলক্ষ্যে ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে৷ পোস্টারে সংক্ষেপে ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য বর্ণনা করা হয়েছে৷ এটা কোনো ব্যক্তিগত প্রচার-প্রচারণা বা দলীয় কর্মসূচির প্রচারণা ছিল না৷ জাতির একটি ঐতিহাসিক বিপ্লবের স্মরণে একটা ক্যাম্পেইন হয়েছে।’ 

পোস্টার ছেঁড়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রদলের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, পোস্টারিংয়ের ধরন নিয়ে সমালোচনা থাকতে পারে৷ এটি একটি গণতান্ত্রিক সমাজে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ৷ কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়৷ পোস্টার ছেড়ার জন্য আপনি মব তৈরি করতে পারেন না৷ ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মব উসকে দিতে পারেন না৷ এভাবে পেশিশক্তি প্রদর্শন করে একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ, যা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী।’

ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘জুলাই-আগস্টে গণতন্ত্রকামী সব শিক্ষার্থীর মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে ফাটল ধরবে৷ আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরাজিত অপশক্তি কোনো সুবিধা হাসিল করতে না পারে।’