০৭ নভেম্বর ২০২৪, ২৩:১৬

ঢাবির ক্যান্টিন বয়সহ ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর কোচিংয়ে ভর্তির ব্যবস্থা ছাত্রশিবিরের

  © সংগৃহীত

স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির; কিন্তু আর্থিকভাবে অসচ্ছল এমন দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রশিবির। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তির ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা উপকরণ ও এককালীন শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

জানা যায়, ঢাবির স্যার এ এফ রহমান হলের মেসে (ক্যান্টিন) কাজ করে পরিবারের খরচ ও নিজের পড়াশোনা চালান মো. রাজিব। সংসারের টানাপোড়নের মাঝে মেসে কাজ করে উচ্চমাধ্যমিক পাস করেছেন করেছেন রাজিব। তার স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হবে তিনি।

এই সংগ্রামী তরুণের স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তির ব্যবস্থা করে প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে। 

আরেকজন গ্রামের অদম্য মেধাবী অনিক। বাবাকে হারানোর পরে বড় সন্তান হিসেবে পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছোট একটা চাকরি করে পরিবারের খরচ যোগানোর পাশাপাশি পড়াশোনাও করেছে তিনি। 

এই সংগ্রামী তরুণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে ছাত্রশিবির। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তাকে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, পাশাপাশি এসময়ের খরচ চালানোর জন্য এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। 

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, স্বপ্নবাজ সংগ্রামী তরুণদের প্রয়োজনে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর মাধ্যমে দেশের সকল তরুণকেই অগ্রযাত্রার মিছিলে শামিল করতে সর্বদা কাজ করে চলেছে সংগঠনটি।