০৪ নভেম্বর ২০২৪, ২১:২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছাত্রদল কর্মী, জানেন না নিজেই

  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু হয়েছে। সর্বশেষ গতকাল রবিবার রাতে চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে ৮নং যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন ফাহিম ফয়সাল নাহিদ। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীর দাবি, তাকে অবগত না করেই পদটি দেওয়া হয়েছে। এমনকি কমিটি ঘোষণার পরও জানতেন না তিনি।

তিনি দাবি করেন, তার পরিবার বিএনপিপন্থী এবং নিজেও ছাত্রদল কর্মী। তাই তাকে এই সংগঠন থেকে অব্যাহতি না দিলে তিনি নিজেই পদত্যাগ করবেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক কমিটি ১০১ সদস্যের। কমিটিতে আসলাম হোসেনকে আহ্বায়ক, সাফফাতুল ইসলামকে সদস্যসচিব, সজীবুল ইসলামকে মুখ্য সংগঠক ও তামান্না খাতুনকে মুখপাত্র করা হয়েছে৷ এছাড়া ৮ জনকে যুগ্ম আহ্বায়ক, ৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ৫ জনকে সংগঠক ও ৭৫ জনকে সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণার পর ফাহিম ফয়সাল নাহিদ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, “আমাকে অবগত না করে কেনো আমাকে এই কমিটিতে যুক্ত করা হলো? আর কি উদ্দেশ্যেই বা এই কমিটি করা হয়েছে সে বিষয়টাও স্পষ্ট করুন। কারণ রাজনৈতিকভাবে আমি এবং আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত।”

জানতে চাইলে আজ সোমাবার রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কমিটি দেওয়া আগে কেউ যোগাযোগ করেনি। কমিটি হওয়ার পরও জানতাম না। তবে একজন ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি একজন ছাত্রদল কর্মী। 

তিনি আরও বলেন, আমি রাজনীতি করলে বিএনপির রাজনীতি করবো। আমার বাবা উপজেলা যুবদলের সঙ্গে যুক্ত। তবে আমাকে না জানিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। আমাকে এই কমিটি থেকে অব্যাহতি না দিলে আমি নিজেই পদত্যাগ করবো।