৩০ অক্টোবর ২০২৪, ১৯:৪৯

জবিতে ময়লার ভাগাড় পরিষ্কার করে ছাত্রদলের বৃক্ষরোপণ

  © সংগৃহীত

ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে ওই জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির করেছে শাখা ছাত্রদল। আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট সংলগ্ন দ্বিতীয় ক্যাফেটেরিয়ার জন্য নির্ধারিত জায়গায় দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচি নেতৃত্বদানকারী ছাত্রদলের নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে ময়লার স্তূপ দীর্ঘদিন থাকার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছিলো। আমাদের সকলের পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাসে পড়াশোনা করার প্রত্যাশা থাকে তাই আমরা এই কর্মসূচি পালন করেছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ সুন্দর করতে সাহায্য করবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি রোমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক, আহসান মল্লিক, তুষার পাল, সবুজ শাহরিয়ার, রাশেদ বিন হাসিম, আহমেদ কাওসার আকাশ, মিয়া রাসেল, রাশেদুল ইসলাম রাহাত, সহ-সাধারণ সম্পাদক মিনহাজুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক  সোলায়মান খান সাগর, জাহিদ হাসান, শাহীন, তানভীর, রাফিল, অনিকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।