২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৮

জাবির হলে ফুল ও কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল

  © টিডিসি ফটো

প্রথম বর্ষের নবীন ছাত্রদের ফুল ও কলম দিয়ে বরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার শহীদ সালাম বরকত হল। সম্প্রতি ৫৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের এই বরণ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। 

জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টায় জাবি ছাত্রদলের একাংশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে ৫৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করেন। নবীন শিক্ষার্থীদের ফুল ও ছাত্রদলের লোগো সম্বলিত কলম প্রদান করে স্বাগত জানান নেতারা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেটও প্রদান করেন তারা।

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদল নেতা ও শহীদ সালাম বরকত হলের মাইক্রোবায়োলজি ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, জুলাই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল সাধারণ মানুষের, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারুণ্যকে অগ্রাধিকার দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, এই মহতী কাজে ইউনিট ভিত্তিক সবার অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।

পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্টের ৫২ তম ব্যাচের নবীন শিক্ষার্থী মো. আবিদুর রহমান বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। বাংলাদেশের মানুষ কখনো মাথা নোয়াবার নয়। আমরা ইংরেজ আমলেও মাথা নত করিনি। কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে সব সময়ই টানাপড়েন পরিলক্ষিত হয়। যে আকাঙ্ক্ষা নিয়ে ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা পূরণ হয়নি। এরপর  ৯০ এর অভ্যুত্থান পেরিয়ে ২৪ আসল। আমরা ২৪ এর পর আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। কোনো মায়ের কোল খালি হোক এটাও চাই না

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রণপত্র পাঠ করেন ছাত্রদল নেতা মো. একরামুল হক। কর্মসূচিতে ছাত্রদলের জাকিরুল ইসলাম, মো. শাহান উদ্দিন ভূইয়া, শামসুজ্জামান সায়েম, আদনান করিম, মো. ইউসূফ, এস এম আমিনুল ইসলাম, পিন্টু গোয়ালা, মো. সাদেকুল ইসলাম, জাহিদ হাসান, একরামুল হক, অয়ন, সাজিদ হাসান, মো. মজনু মিয়া, মমিনুর রহমান, আবিদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।