তারেক রহমানের মামলা প্রত্যাহার চান শাবিপ্রবির সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পতিত আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শাবিপ্রবির সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, শাকসুর সাবেক নির্বাচিত ভিপি এবং শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি, আব্দুস সালাম, শাকসুর সাবেক নির্বাচিত জিএস এবং শাবিপ্রবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সাব্বির আহমেদ চৌধুরী, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি, কামরুল হাসান মিঠু এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসীম উদদীন সম্রাট, শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, টিপু হুসাইন, সাংগঠনিক সম্পাদক, হাবিব মেহেদীসহ ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা নেই: সরকারের বিবৃতি

বিয়ের মেহেদী হাতেই প্ল্যাকার্ড ধরেছি, টিয়ার শেল খেয়েছি : লামিয়া ইসলাম

জননিরাপত্তা নিশ্চিতে অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
