২৩ অক্টোবর ২০২৪, ০৮:১২

‘রাষ্ট্রপতিকে পাবনায় ফেরত পাঠানো হোক’

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মিছিল  © সংগৃহীত

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নিবো আমরা’, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে নজরুল ভাস্কর্যে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থী রাজু শেখ বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। আমরা ইতোপূর্বে দেখেছি রাষ্ট্রপতি সম্প্রতি বিতর্কিত বক্তব্য দিয়ে নিজের ভারসাম্যহীনতার পরিচয় দিয়েছেন। আমরা চাই তাকে পাবনায় ফেরত পাঠানো হোক।

শিক্ষার্থী মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, আমরা ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার পর খুনি হাসিনার দোসররা আবারও নতুন করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। সেই হাসিনার দোসর চুপ্পু মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন সময় প্রলাপ করছেন। আমরা অনতিবিলম্বে এই ভারসাম্যহীন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। আমরা খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি, চুপ্পুর মতো ভারসাম্যহীন রাষ্ট্রপতিকে সরাতে ২ মিনিটও লাগবে না।