০৮ অক্টোবর ২০২৪, ২০:২০

সারজিসের স্ট্যাটাসের ৭২ ঘণ্টার মধ্যে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ

সোহরাব হোসাইন ও সারজিস আলম  © ফাইল ছবি

চলতি সপ্তাহের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তার স্ট্যাটাসের ৭২ ঘণ্টা না যেতেই পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন।

গত শনিবার (৫ অক্টোবর) রাত ১১টায় নিজের ভেরিফাইড আইডি থেকে পিএসসি’র সংস্কার চেয়ে পোস্ট দেন সারজিস। আজ মঙ্গলবার দুপুরের পরপরই পদত্যাগপত্র জমা দেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। সে হিসেবে ৭২ ঘণ্টার আগেই পদত্যাগ করলেন কমিশনের চেয়ারম্যান।

শনিবার রাতে সারজিস ফেসবুক পোস্টে বলেন, ‘এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে ৷ যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না ৷’

জানা গেছে, ৫ আগস্টের পর পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পত্রগুলোর ৯০ শতাংশের প্রতিউত্তর মেলেনি। পিএসসির পরিস্থিতি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিনিয়ত চাকরিপ্রার্থীরা পিএসসিতে এসে বিক্ষোভ করছেন, তাদের দাবির বিষয়ে জানানো হলেও কোনো পরামর্শ ও নির্দেশনা মন্ত্রণালয় দেয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পিএসসি এখন অনেকাংশে সংযোগবিহীন। এ অবস্থায় বিভিন্ন মহল ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে পিএসসির সংস্কারের দাবি ওঠে। সেই দাবি জানিয়ে এবার কথা বললেন সারজিস আলম।