ত্রাণের অবশিষ্ট টাকা নিয়ে যা জানালেন সমন্বয়ক আবু বাকের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে উত্তরবঙ্গে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া নগদ অর্থ ব্যয় করা হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি।
আবু বাকের মজুমদার বলেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির ১৪ দিনে তোলা ফান্ডে অবশিষ্ট ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা। যার মধ্যে থেকে উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনার করা হবে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

বিসিআইসিতে চাকরি, পদ ১০২, আবেদন আগামীকাল রাত ১২টার মধ্যেই

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মানারাত ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

৫ আগস্টের ‘টেকনিক’ ইলেকশনে ব্যবহার করে তরুণেরা জয়ী হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
