২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯

আন্দোলনে হামলা ও গণহত্যার বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন 

আন্দোলনে খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন সকল সাধারণ ছাত্র জনতা। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সকল সাধারণ ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয়ে যান তারা। 

আরও পড়ুনঃ জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

টাঙ্গাইল জেলা সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন, আমরা জানি, এখনো পর্যন্ত টাঙ্গাইলের আওয়ামী সন্ত্রাস এবং খুনীরা কেউই গ্রেফতার হয়নি। আমরা আগামী মাসের মধ্যে টাঙ্গাইলের বড় মনির, ছোট মনির এবং কোয়ার্টার রনিসহ সকল খুনী সন্ত্রাসদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। সেই সাথে পুলিশ প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে কঠোর অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলামিন, ইমরান কবিরসহ অন্যান্য উপস্থিত ছিলেন।