১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০২

ত্রাণের বাকি টাকা কোথায়— জানালেন হাসনাত

ত্রাণের বাকি টাকা কোথায়— জানালেন হাসনাত
হাসনাত আবদুল্লাহ  © ফাইল ছবি

বন্যার্তদের সহযোগিতা তোলা অর্থের পুরোটা ব্যয় করতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অব্যবহৃত টাকা কোথায় গচ্ছিত রয়েছে সে বিষয়ে ধারণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন হাসনাত। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গত ৪ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামি ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে একাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই একাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি।’

হাসনাত আরও জানান, ‘স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুলবুঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল।’

প্রসঙ্গত, বন্যার্তদের সহযোগিতা করতে সাহায্য চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের আহবানে সাড়া দিয়ে ধনী-দরিদ্র সকলেই সেই কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলা সহযোগিতা কার্যক্রমে বিপুল পরিমাণ নগদ টাকা উঠেছিল। সেই অর্থ বন্যার্তদের সহযোগিতায় ব্যয় করেছে সংগঠন।