১৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৪

‘এখানে মুগ্ধ ছিল ২৫.১২.২০২৩’

  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে যান।  সেখানে ভাইয়ের রুমে গিয়ে একটা তারিখ দেখতে পান। সে তারিখটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্নিগ্ধ। 

তার দুঃখ ভারাক্রান্ত স্মৃতি নিয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি সেদিনের স্মৃতি বর্ণনা করেন। 

ফেসবুক পোস্টে স্নিগ্ধ লেখেন, মুগ্ধর খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করেই ইচ্ছা হলো ও যেই রুমটায় শেষ থেকেছে সেইখানে যাওয়ার। যেই ভাবনা সেই যাওয়া। ওর সব থেকে কাছের ব্যাচমেট ও বন্ধু সাগর আর জুনিয়র শামিম নিয়ে গেলাম রুমটায়। এক পর্যায়ে একটা দেয়ালে মুগ্ধর হাতে লেখা একটা লেখা দেখতে পেলাম। `mughdho was here 25.12.2023' রাত তখন বাজে ২টা।

এক নিমিষেই চোখের সামনে হাজারো স্মৃতি মনে পরে গেলো। ও খুলনা থেকে আসার সময় এইখানে এভাবেই অর অস্তিত্ব লিখে দিয়ে গেছিলো। কতই না নির্ঘুম রাত কাটিয়েছে ও এই রুমটায়। আচ্ছা ও কি জানত ওর এইসব স্মৃতি একদিন আমরা এভাবে দেখবো?

ফেসবুক পোস্টে নুরুন নাহার নামে একজন মন্তব্য করেন, ‘আল্লাহ শহীদ মীর মুগ্ধকে তার মানবিক কর্মের জন্য উত্তম প্রতিদান দান করুন’

মাহির তাজওয়ার নামে একজন লেখেন, ‘মুগ্ধ ভাইয়ার ভিডিও টার কথা মনে পড়লে এখনো কান্না চলে আসে,অথচ এই ভিডিও দেখার আগে কখনো মুগ্ধ ভাইয়াকে দেখি নাই,, আল্লাহ তাআ'লা ভাইয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন,আমিন’

মিথিলা ইসলাম নামে একজন লেখেন, ‘মানুষ চলে যায় কিন্তু রেখে যায় তার হাজারো স্মৃতি।মুগ্ধ ভাইয়ের জন্য সব সময় দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন’