সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন আন্দোলনে আহত ৯৪৮ শিক্ষার্থী

  © সংগৃহীত

দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৯৪৮ জন শিক্ষার্থী বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচ সমূহে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে। 

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ১৫৮৬ জন আহত ছাত্র চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগমন করেন। তন্মধ্যে ৬৩৮ জন আহত ছাত্র সিএমএইচ  সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।


সর্বশেষ সংবাদ