জাতীয় নাগরিক কমিটির আহবায়ক কে এই নাসীরুদ্দীন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ নামের এক প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহবায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট ৫৫ সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
এই কমিটিতে আহবায়কের দায়িত্ব পাওয়া মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী পরবর্তীতে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর এবি পার্টিতে যোগ দেন তিনি।
আরও পড়ুন: জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন, সদস্য সচিব আখতার
জানা যায়, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর এবি পার্টি যোগদান করেছিলেন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়েছিল।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্নমত পোষণ করে একদল নেতাকর্মী ২০১৯ সালে বেরিয়ে এসে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি নতুন মঞ্চ গঠন করেন। পরে সেটি রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি নামে আত্মপ্রকাশ করে ২০২০ সালের ২ মে। আওয়ামী সরকার পতনের পর গত ২১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় এবি পার্টি।