০৮ আগস্ট ২০২৪, ১৯:০২

অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা হিসেবে থাকছেন দুই সমন্বয়ক আসিফ ও নাহিদ

  © ফাইল ফটো

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবদ ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে।

এতে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি)। এরা দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এরমধ্যে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহবায়ক এবং নাহিদ সদস্য সচিব।

ঢাবির ডাকসু ভবনের সামনে ২০২৩ সালের ৪ অক্টোবর সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এ ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।