হাতিরঝিল বন্ধ করে শিক্ষার্থীদের অবস্থান, যেতে পারছে শুধু অ্যাম্বুলেন্স
রাজধানীর হাতিরঝিলের সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাতিরঝিলের রামপুরা ব্রিজ সংলগ্ন ব্রিজের ওপর অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো যানবাহনকে ওই পয়েন্ট অতিক্রম করতে দেয়া হচ্ছে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) দুপুর দুইটার দিকে হাতিরঝিলের সড়ক বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলের ব্রিজের ওপর অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন। এসময় পুলিশ প্লাজার দিক থেকে আসা সব যানবাহনকে উল্টোপথেই ফিরিয়ে দেন তারা।
তবে, এসময় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ওই পথ ব্যবহার করে যেতে দেয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, অবরোধকারী শিক্ষার্থীরা নিজেরাই বেরিকেড সরিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথ করে দিচ্ছেন। এছাড়া কয়েকজন গণমাধ্যমকর্মীকেও তারা ওই পথ ব্যবহার করে যেতে দিয়েছেন।