কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কেন্দ্র করে রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গত ১৫ জুলাই সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মো. ইমন (১৭)। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমন।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যায় সে। নিহত ইমন কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।
ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতো সে। সেখানেই থাকতো। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট।
ইমনের বড় বোন তাহমিনা জানান, ইমন গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে, নতুন বাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ইমন। গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। এসময় ইমন আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ওইদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আরও পড়ুন: শিশুকে পুলিশ সদস্যের বুকে জড়িয়ে ছবি ভাইরাল
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।