লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টায় আট শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
এ সময় নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল।
এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু আন্দোলনকারীরা সড়কে বিক্ষোভ করতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এসময় সেখান থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাফিস আহম্মদ ইকরামকে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইকরাম নামে এক ছাত্রের ব্যাগে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।