২৯ জুলাই ২০২৪, ১১:১২

বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্র্যাকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র উপস্থিতি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল গেইট  © সংগৃহীত

সারাদেশে আবারও বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। রবিবার রাতে সমন্বয়ক আব্দুল কাদের লিখিত এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন।

আন্দোলনকে ঘিরে মেরুল বাড্ডায় আবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র অবস্থান লক্ষ্য করা গেছে। সোমবার (২৯ জুলাই) সকালে ব্যাপক পুলিশ ও আনসার বাহিনীর অবস্থান করতে দেখা যায়। 

এর আগে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ৬ সমন্বয়কের আন্দোলন স্থগিতের বিষয়ে দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন অন্য সমন্বয়করা। তারা বলছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ৯ দফা দাবি আদায়ে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে নিজেদের লিখিত সমর্থনের কথা জানিয়েছেন অন্তত ৪৫-৫০টি সরকারি-বেসরকারি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।