আন্দোলন চললেও আলোচনার দরজা খোলা: সমন্বয়ক টিম

কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা
কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা  © ফাইল ছবি

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। তবে শিক্ষার্থীদের এ আন্দোলন চলমান থাকলেও আলোচনার দরজা সব সময় খোলা আছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম।

বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন অবস্থানের কথা জানানো হয়েছে। একইসঙ্গে দাবি জানানো হয়েছে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় বলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে সরকারই উদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে।

এতে আরও বলা হয়, আমাদের আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে। হামলার সাথে জড়িত ছাত্রলীগ কর্মী ও দায়িত্বরত পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটার সংস্কার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলোচনার দরজা সবসময় খোলা ছিল। এটা নতুন কিছু নয়। আমরা সবসময় বলে আসছি, আমরা কোটার সমাধান চাই। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। কিন্তু  আমাদের দাবির বিষয়ে সরকারের কোনো ধরনের আন্তরিকতা দেখতে পাচ্ছি না। উল্টো আমাদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ