১৭ জুলাই ২০২৪, ০৭:৩৭

রাজনীতিমুক্ত করতে এবার ঢাবির বঙ্গবন্ধু হলে আন্দোলন

রাজনীতিমুক্ত করতে এবার ঢাবির বঙ্গবন্ধু হলে আন্দোলন
বঙ্গবন্ধু হল ছেড়ে বের হতে দেখা যায় ছাত্রলীগ নেতা-কর্মীদের  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলে শুরু হয় আন্দোলন। এ আন্দোলন মূলত হলকে রাজনীতিমুক্ত রেখে প্রশাসনিক ভাবে হল পরিচালনার দাবিতে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) সকাল সোয়া ৭ টা নাগাদ হলটিতে আন্দোলন করতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু হলের মধ্যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদেরকেও নিচে নামতে বাধ্য করে আন্দোলনকারীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে গেটে তালা দেওয়া থাকায় তারা আবার হলের অভ্যন্তরে একটি নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা ব্যাপক উত্তেজিত হয়ে হল গেটে তালা দিয়েছে। 

এসময় শিক্ষার্থীদের 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধাসহ নানা স্লোগান দিতে দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা হলটির ছাত্রলীগের রুম গুলো ভাঙচুর করে তাদের জিনিসপত্র ফেলে দেয় এবং রুমের দরজা জানালা ভেঙে ফেলে। 

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এদের জ্বালা সহ্য করতে করতে অতিষ্ঠ।  আমরা আর নিতে পারছি না। কাল আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজ আমরা মরবো না তার কী নিশ্চয়তা কী?