ফার্মগেটে শিক্ষার্থীদের পিটিয়ে সরালেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ফার্মগেটে রাস্তায় অবরোধকারী শিক্ষার্থীদের হটিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে ফার্মগেট পুলিশ বক্স মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
বেলা ২টা থেকে সরকারি বিজ্ঞান কলেজসহ বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ফার্মগেটের সড়ক অবরোধ করে রাখে। এ সময় কোনো যানবাহন চলাচল করতে দেয়নি তারা। পরে বেলা ২টা ৩৫ মিনিটের দিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি নিয়ে ধাওয়া দেয় শিক্ষার্থীদের। এসময় শিক্ষার্থীরা পাল্টা আক্রমণের চেষ্টা চালায়। তবে শেষ মুহূর্তে শিক্ষার্থীরা পালিয়ে চলে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷
আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমাদের ওপর থেকে নির্দেশনা আছে, সড়ক-রাস্তা অবরোধ করলে তাদের শক্তহাতে দমন করতে হবে। বিশেষ করে কোটা আন্দোলনকারীরা যাতে কোনোভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে না পারে।’
আন্দোলনকারী বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী জুবায়ের বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমাদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে। গতকাল সোমবার আমাদের অনেক শিক্ষার্থীকে বেধরক মারধর করা হয়েছে। অনেকে হাসপাতালে ভর্তি আছে।’
এদিকে সকাল থেকে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীরা, কুড়িলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে। ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।