ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র অবস্থান ছাত্রলীগের
কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিকে ঘিরে বিভিন্ন হল প্রাঙ্গণে এমন অবস্থান নেয় সরকার দলীয় সংগঠনটির নেতাকর্মীরা। এছাড়া বিজয় একাত্তর হল সংলগ্ন হল পাড়ায় হামলার ঘটনাও ঘটেছে। এতে গণামধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলসহ একাধিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র অবস্থান নিয়েছেন। এতে করে বর্তমানে বিশ্ববিদ্যালয়টির হল পাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচির আহ্বান করা হয়েছে। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
জানা যায়, রাজু ভাস্কর্যের থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন।
এদিন কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগসহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন। কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা চলছে।