১৩ জুলাই ২০২৪, ০০:১১
রাবি ছাত্রলীগের হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় সাংগঠনিক গতিধারা চলমান রাখতেই নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন রাবি ছাত্রলীগের সভাপতি।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, হঠাৎ করেই নয়। হল, বিভাগ এবং অনুষদগুলোর কমিটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নতুনদের দায়িত্ব প্রদানের জন্যই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরি, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও

নোবিপ্রবির ল্যাব নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও শুরুই হয়নি কাজ

যে দেশে নিষিদ্ধ ছিল ক্রিকেট, তারাই খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না’
