ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেই ট্রেনের নিচে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

এসএম তানজিম জয়
এসএম তানজিম জয়  © ফাইল ফটো

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেই ট্রেনের নিচে কাটা পড়ে এসএম তানজিম জয় (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ জুন) ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

নিহত জয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়াও তিনি ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। জয়ের বাড়ি মৌলভীবাজারের দর্জিমহল এলাকায়।

দুর্ঘটনার পরে নিহত জয়ের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার নাম-পরিচয় জানা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই তারা মিয়া বলেন, ভোর ৫টা ২৪ মিনিটের দিকে ক্যান্টেমেন্ট রেল স্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকার মাঝামাঝি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে বলাকা কমিউটার ট্রেনে নিচে কাটা পড়েন তানজিম জয়। গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় নেমেই তিনি দুর্ঘটনায় পড়েন।


সর্বশেষ সংবাদ