কুলাঙ্গার না হলে শাহবাগ আসবেন: ছাত্রলীগ নেতা

যে সকল মুক্তিযোদ্ধার সন্তানরা কুলাঙ্গার না তাদের শাহবাগে আসা উচিত বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বুলবুল।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ মন্তব্য করেন। 

আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।  ফেসবুকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আন্দোলন প্রসঙ্গে দেয়া স্টাটাসে এ ছাত্রলীগ নেতা বলেন, শাহাবাগে ৫০ জন মুক্তিযোদ্ধার সন্তান (ছাত্র /ছাত্রী) আছে বলে মনে হয় না।  অথচ শুধুমাত্র ঢাবিতেই ১০০০ জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে যারা কোটা নিয়ে ভর্তি হয়েছে।  তিনি আরো লিখেন, ধিক্কার জানাই এদের যারা সুযোগ নিবে কিন্তু বাপের পরিচয় দিতে পারবে না। আপা (প্রধানমন্ত্রী) ঠিকই করেছেন, এদের জন্য সুইপার আর ঝাড়ুদার চাকরিই যথাযোগ্য। 

প্রসঙ্গত, মন্ত্রিসভায় ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের পর বুধবার রাতে সড়ক অবরোধ আন্দোলনে নামেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠন।  বৃহস্পতিবার সকাল থেকেও আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।  সকাল ১০টায় আন্দোলনকারীদের সংখ্যা ছিলো।  পরে আস্তে আস্তে কিছুটা বাড়লেও আন্দোলনকারীদের সংখ্যা ১ শত জনের কম ছিলো।

এদিকে বুধবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আন্দোলনকারীদের প্রতি সমর্থণ জানান এবং তাদের বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেয়ার আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ