কমিটি না হলে রেলপথ ও সড়ক অবরোধ করবে ছাত্রলীগ
সদ্য বিলুপ্ত ঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি পুনর্বহালের দাবি না মানলে রেলপথ ও সড়ক পথ অবরোধের হুঁশিয়ারি দেন নেতা ও কর্মীরা। শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে কসবা উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেয় তারা।
এ সময় বিলুপ্ত ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য এসএম সাফায়েত হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কসবা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ প্রমুখ।
তাদের অভিযোগ, কোনো সম্মেলন ছাড়াই অগণতান্ত্রিকভাবে তড়িঘড়ি করে টাকার বিনিময়ে জেলা ছাত্রলীগ বুধবার রাতের আঁধারে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে না জানিয়ে এই কমিটি বিলুপ্ত করেছে বলেও অভিযোগ করেন বক্তারা।
দ্রুত সময়ের মধ্যে কমিটি পুনর্বহাল না হলে সড়ক পথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন বক্তারা।