ছাত্রলীগের সন্ত্রাস থেকে আজ কেউই নিরাপদ নয়: ছাত্রদল
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের উপর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (২২ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সহপাঠী বন্ধুদের ইফতার মাহফিল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সরকারি তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে রড-লাঠিসোঁটাসহ হামলা করে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে রক্তাক্ত করেছে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সন্ত্রাসীরা।
‘‘শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক এস এম ইমরুল রুদ্রসহ ছাত্রলীগ ক্যাডাররা এই অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত সাব্বির আহমেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় ভার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়েছে।’’
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, শিক্ষার্থীরা তো নয়ই, শিক্ষাঙ্গনের কর্মকর্তা থেকে কর্মচারী, সাধারণ জনগণ কিংবা গণমাধ্যমকর্মী— কেউই আজ ছাত্রলীগের সন্ত্রাস থেকে নিরাপদ নয়। নিজেদের দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, সন্ত্রাসের তথ্য যাতে গণমাধ্যমে উঠে না আসে, সেজন্য তারা মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে চাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর টার্গেট করে হামলা করছে।
তারা বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এ জাতীয় সন্ত্রাসী কার্যকলাপ নতুন কিছু নয়। এরা নিজেদের মন ও মগজে পতিত একদলীয় বাকশাল ও সন্ত্রাসবাদী চেতনা লালন করে। এরা কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিংবা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী নয়।