নর্থ সাউথ ছাত্রলীগ নেতার মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি
প্রতি রমজানের ন্যায় এই বছরের রমজান মাসেও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মজুমদার। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল ও কুমিল্লা জেলায় এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত আছে বলে জানা গেছে।
সম্পূর্ণ রোজার মাসজুড়েই এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এই সম্পর্কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মজুমদার আমাদের বলেন, ‘বিগত কয়েক বছর ধরে নিজ জন্মভূমি কুমিল্লা ও বর্তমান বাসস্থান ঢাকার বসুন্ধরা আবাসিক সংলগ্ন এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। সম্পূর্ণ নিজ অর্থায়নে রোজাদারদের সাথে রোজার মাসের আনন্দ টা ভাগাভাগি করার উদ্দেশ্যে আমার এই ছোট্ট আয়োজন।’
এই মহৎ উদ্যোগ গ্রহণ করার পেছনে কি কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মানবসেবায় বিশ্বাসী আমি। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি কিছু মানুষের পাশে থাকার জন্য। নিজেকে খুবই মহৎ প্রমাণ করতে চাইনি কখনো। আশেপাশের খেটে খাওয়া মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পছন্দ করি আমি। এটাই আমাকে এই উদ্যোগ নেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে।’
গত ২০ই মার্চ সরেজমিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে দেখা গেছে মাসুদ রানা মজুমদার ও তার বন্ধুরা মিলে ইফতার বিতরণ করছেন। এ বিষয়ে ঐ এলাকার একজন রিকশাচালক বলেন, রোজার প্রথমদিন থেকেই এই ব্যক্তিকে দেখছি ইফতার বিতরণ করতে। যারা রোজা রেখে আমরা রিকশা চালাই, আমাদের জন্য অনেক উপকার হয় ইফতারের সময়।