শাবিপ্রবিতে নারী ছাত্রলীগকর্মী না থাকায় আক্ষেপ সাদ্দামের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নারী কর্মী না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভায় এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।
সাদ্দাম বলেন, আজকে এমন এক গুরুত্বপূর্ণ কর্মীসভায় বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীর উপস্থিতি খুবই নাজুক। আমরা এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পর্যাপ্তভাবে সংযুক্ত করতে পারিনি। এর অন্যতম কারণ, আমাদের রাজনৈতিক পরিবেশ আধুনিক নয়। তাই আমাদের ছাত্রীদের রাজনীতিতে নিয়ে আসা সম্ভব হয়নি।
তিনি বলেন, ছাত্ররাজনীতি মানে দম্ভ দেখানো, ক্ষমতার চর্চা করা, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের জিম্মি করা কিংবা শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা নয়। ছাত্রলীগে পদপদবি পাওয়া মানে নিজের রুটি রোজগারের ব্যবস্থা করাও নয়। ছাত্র রাজনীতি হলো এমন একটি রাজনীতি যেটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, ক্যাম্পাস স্থিতিশীল ও পড়াশোনার পরিবেশ বজায় রাখবে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করবে।
ছাত্ররাজনীতি সম্পর্কে সাদ্দাম হোসেন বলেন, আমরা সব সময় বলি পলিটিকাল ক্যারিয়ারের চেয়ে শিক্ষার ক্যারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমাদের সিভিল সোসাইটি মনে করেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মানেই আগামী দিনের নেতৃত্বে তৈরির কারখানা হিসেবে কাজ করা। আমরা মনে করি, এসব রাজনীতির সীমিত সংজ্ঞা। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই সংজ্ঞাগুলোয় পরিবর্তন নিয়ে আসতে হবে।