১১ মার্চ ২০২৪, ১৭:৪০

রমজানে সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় ৮ নির্দেশনা ছাত্রলীগের

ছাত্রলীগ  © সংগৃহীত

রমজান মাসে শিক্ষার্থী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরি বিতরণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ। সোমবার (১১ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসব-আয়োজন বা প্রাকৃতিক-মানবসৃষ্ট যে কোনো প্রয়োজনে-সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতের মতো এবারও রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজ, জনতা, শ্রমজীবী মানুষের পাশে প্রয়োজনসাপেক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
 
ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নিচের নির্দেশনা দেয়া হচ্ছে:
 
১ . শিক্ষার্থী, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ,
 
২. বিনামূল্যে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ;
 
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারপ্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া;
 
৪. কৃষিজীবী ও শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগীতা করা;
 
৫. রমজান মাসে স্বেচ্ছা রক্তদান কমে যায়, তাই প্রয়োজনসাপেক্ষে রক্তদান করা;
 
৬. শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা;
 
৭. সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী ও স্বজনের প্রয়োজনে পাশে দাঁড়ানো;
 
৮. এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।
 
উল্লিখিত সামাজিক কর্মকাণ্ড প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, পৌর, কলেজ ও অন্যান্য ইউনিটকে পরিচালনার নির্দেশ দেয়া হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগেও এসব কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।