২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩

বিশ্বজয়ী হাফেজ বশিরকে ছাত্রলীগের সংবর্ধনা

  © টিডিসি ফটো

বিশ্বের ৮০ দেশকে হারিয়ে ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বিকাল ৩টায় বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন। 

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সংবর্ধনাকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এটি ছাত্রলীগের নতুন কোনো উদ্যোগ নয়। হাফেজ বশির আমাদের গর্ব। হাফেজ বশিরের মত আরো অনেক সুপ্ত মেধাকে বিকশিত করার জন্য ছাত্রলীগ কাজ করে যাবে। 

তিনি আরো বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনা  ও কওমি মাদ্রাসা গুলো যাতে পর্যাপ্ত বাজেট পায় সে লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় তিনি বশিরের মাদ্রাসা শিক্ষকদের অভিনন্দন জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরকালে হাফেজ বশির বলেন "আমি  বড়  হয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করতে চাই এবং মসজিদে হারামের (কাবা শরীফ ) ইমাম হতে চাই"

উল্লেখ্য, হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।