২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

দুইমাস পর কারামুক্ত হলেন ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ

খোরশেদ আলম সোহেল  © সংগৃহীত

প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথের লড়াই চলবে। যতই জুলুম নির্যাতন হোক না কেন আমরা আমাদের লড়াইয়ে পিছু হটব না।

এর আগে, নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া একই ধরনের অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আরও ৭ নেতা। তারাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আরিফুল বলেন, আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।

কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে— ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।