সাদ্দামকে ছাত্রলীগ থেকে বহিষ্কার চান আরাভ খান
ট্রান্সজেন্ডার ইস্যু সাদ্দাম হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি থেকে বহিষ্কার করতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি ও দুবাইয়ের ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরাব খান তার অফিসিয়াল পেজে এক ভিডিও বার্তায় এ আহবান জানান।
আরাব খান ভিডিও বার্তায় বলেন, সাদ্দাম হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হোক প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি। সাধারণ জনগণের আবেদন এটা আমার একার আবেদন না। হাজারো কল আসছে আমার কাছে। তাই এটার প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি কোনো দল করি না, আমি বুঝি আওয়ামী লীগ, না বুঝি বিএনপি। শুধু বুঝি সাধারণ খেটে খাওয়া মানুষ কীভাবে তার অধিকার ফিরে পাবে। সেটার প্রতিবাদ নিয়ে আমি কথা বলি। সমকামী কীভাবে সমান অধিকার হতে পারে আমাদের মুসলিম ধর্মাবলম্বী দেশে।
“আপনি বলতে পারতেন তৃতীয় লিঙ্গের যে অধিকার আমরা সাধারণ যে মানুষ আছি তাদের ও সেই অধিকার। আপনি আপনার ভিডিওতে বলেছেন সমকামী সবার একই অধিকার?”
আরও পড়ুন: ট্রান্সজেন্ডারদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান সাদ্দামের
এর আগে গত রবিবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘মানবতায় অগ্রদূত ছাত্রলীগ’ শীর্ষক শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নতুন শিক্ষাক্রম নিয়ে ট্রান্সজেন্ডারদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ট্রান্সজেন্ডারদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু জ্ঞানের জায়গায় নয়, আমাদের শিক্ষার্থীরা যেন মানবিক দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারে। লিঙ্গ, বর্ণ, ধর্মের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমরা সবাই মিলে মানুষ। ট্রান্সজেন্ডারের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি, অন্ধকার-অপশক্তির বিরুদ্ধে লড়াই করার মানবিক তাড়না বর্তমান কারিকুলামে রয়েছে।