নাটোরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গোলাগুলি
প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটোরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের সভাপতিসহ দুপক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিল। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ তাদের অনুসারী নেতাকর্মীরা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ছাত্রলীগ তিন রাউন্ড গুলি ছোড়ে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে ছাত্রলীগ সভাপতিসহ আমরা পার্টি অফিসে যাই। এসময় ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। এতে সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন।
নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।