কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় কেক কাটা ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্প অর্পন করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী, নূর উদ্দিন, তাহমিদ ইসলাম ইমন, ওয়াসিফ সহ অন্তত ১৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কুবি ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা পায় বাংলাদেশ ছাত্রলীগ। আজ আমাদের শপথ হবে জাতির পিতা যে নীতি আদর্শের উপর দেশকে স্বাধীন করেছিলেন, দেশের উন্নয়ন ঘটিয়েছিলেন, একটি গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষের প্রিয় নেতা হয়েছিলেন সেই নীতি ও আদর্শের প্রতি আনুগত্যে বলিয়ান হতে। পাশাপশি এই ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের কর্মসূচিতে ভোট উৎসব ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করতে চায় তরুণ প্রজন্ম।