ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদীসহ ১৬ জনের কারাদণ্ড
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদারসহ ১৬ জনকে পৃথক দুই ধারায় ২ বছর ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় তাদের এই সাজা দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন– ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ ও দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রদল নেতা রিফাত বিন জিয়া, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপন, রমনা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।
দণ্ডবিধি আইনের ৩৫৩ ধারায় তাদের দুই বছর এবং ১৪৩ ধারায় তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৮ সালের আগস্ট মাসে রমনা মডেল থানায় মামলাটি করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।