ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল থেকে আটক ২

ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার
ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার  © সংগৃহীত

ধানমন্ডিতে হরতালের সমর্থনে মিছিলের সময় ছাত্রদলের দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন হলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার। 

আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্রদল। মিছিল থেকে আটক ২ জন মোহাম্মদপুর থানায় আছে বলে জানা যায়।   

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, আমরা এ দেশের মানুষের মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন কোন গ্রেফতার করে, মামলা দিয়ে থামানো যাবে না। এ দেশের প্রতিটি মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে।

May be an image of 12 people, road, fog and text

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ সাহেদ হাসান, মোবারক হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ। বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান। 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক আল মিরাজ, মোঃ আল-আমিন হোসেন, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ সাংস্কৃতিক সম্পাদক, শরিফুল ইসলাম, শামীম আহমেদ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ছাত্রনেতা নবাব রাব্বি। মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু। এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী ও অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


সর্বশেষ সংবাদ