‘স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ‘স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ছাত্রলীগ নেতার নাম ফাহিম খান। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
এরপর ফাহিমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। বর্তমানে ফাহিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফাহিম উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের মো. ফরিদ খাঁনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক । তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের অনুসারী।
ফাহিমের চাচাতো ভাই মো. শামীম খাঁন জানান, ফাহিম কুমিল্লা থেকে এসে দেবিদ্বার থানার বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে নেমে বাড়ির দিকে রওয়ানা দেন। এসময় স্থানীয় লিটন সরকারের নেতৃত্বে ১০-১২ জন ‘ওই স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমকে ধাওয়া করে।
আরও পড়ুন: জোবেদার ‘ডাক না পাওয়া নিয়োগে’ বেরোবিতে শিক্ষক হলেন ছাত্রলীগ নেতা মনিরুল
ফাহিম দৌড় দিলেও তাকে ধরে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আমি বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত লিটন সরকারের সাথে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।